কঙ্গোতে জাতিসংঘ বহরে হামলা, ইতালির দূত নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘের একটি গাড়ির বহরে হামলায় দেশটিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ও তার সঙ্গে থাকা এক সামরিক পুলিশ নিহত হয়েছে। সোমবার ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, গ্রিনিচ মান সময় ৮টা ১৫ মিনিটে কন্যামাহোরো শহরের কাছে সোমবার গাড়ির বহরে হামলা হয়। অপহৃতের চেষ্টার জন্য হামলাটি পরিচালিত হয়। কঙ্গোতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও এবং তার সঙ্গে থাকা এক সামরিক পুলিশের মৃত্যু হয়েছে।

এর আগে গাড়ির বহরে হামলায় দুজন নিহত ও ইতালির দূত আহত হওয়ার কথা জানানো হয়েছিল। তৃতীয় নিহত ব্যক্তি গাড়ির চালক।

তাৎক্ষণিকভাবে হামলায় কারা জড়িত তা সম্পর্কে কোনও কিছু জানা যায়নি। কেউ এখন পর্যন্ত এই হামলার দায়ও স্বীকার করেনি।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিহত রাষ্ট্রদূত ও সেনা জাতিসংঘ মিশন মনুস্কোর একটি গাড়ির বহরে ভ্রমণ করছিলেন।

২০১৭ সাল থেকে কঙ্গোর কিনশাসাতে মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৯ সালে রাষ্ট্রদূত হয়েছিলেন।

কঙ্গোর ভারুঙ্গা এলাকাটি রুয়ান্ডা ও উগান্ডার সীমান্তের কাছে। এই অঞ্চলটিতে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েয়েছে। পার্ক র‍্যাঞ্জাররা নিয়মিত হামলার শিকার হন। গত মাসে এক হামলায় ছয় র‍্যাঞ্জার নিহত হয়েছিলেন।