মালির ক্ষমতা নিলেন সেনা অভ্যুত্থানের পুরনো নেতা

সেনা অভ্যুত্থানের মাধ্যমে পশ্চিম আফ্রিকার দেশ মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে ক্ষমতা দখল করেছেন ভাইস প্রেসিডেন্ট কর্নেল অসীম গোয়েতা। ক্ষমতা দখলের ঘোষণা দিয়ে তিনি বলেছেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নতুন সরকার গঠনের বিষয়ে তার সঙ্গে আলোচনা করতে ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মাত্র ৯ মাসের মাথায় দ্বিতীয় দফায় পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক অভ্যুত্থান হয়েছে। ২৪ মে সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদলের পর ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। দেশটির প্রেসিডেন্ট বাহ নদা, প্রধানমন্ত্রী মক্টর ওয়ান এবং প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরেকে আটক করা হয়।  ভাইস প্রেসিডেন্ট অসীম গোয়েতা-র নেতৃত্বেই অভ্যুত্থান ঘটানো হয়।

মঙ্গলবার ক্ষমতা দখলের ঘোষণা দিয়ে অসীম গোয়েতা বলেন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের চুক্তি লঙ্ঘন করেছেন। পরিকল্পনা মাফিক আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের আগস্টের সেনা অভ্যুত্থানের নেতৃত্বও দিয়েছেন অসীম গোয়েতা। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, অন্তর্বর্তী চুক্তি  এবং প্রজাতন্ত্র সুরক্ষা করতেই ভাইস প্রেসিডেন্ট ক্ষমতা দখলে বাধ্য হয়েছেন।