নাইজেরিয়ায় নৌকাডুবিতে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

অতিরিক্ত বোঝাই একটি নৌকা ডুবে যাওয়ায় নাইজেরিয়ার উত্তরাঞ্চলে শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে তাদের মৃত্যু হয়েছে। বুধবার ১৮০ যাত্রী নিয়ে কেব্বি প্রদেশে নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। মার্কিন সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নাইজার প্রাদেশিক সরকারের মুখপাত্র ম্যারি নোয়েল-বার্জে জানান, স্থানীয় সময় বুধবার ভোরে নাইজার প্রদেশ থেকে নৌকাটি কেব্বি প্রদেশের উদ্দেশে রওনা দেওয়ার পর নাইজার নদীতে ডুবে যায়। এখন পর্যন্ত চার জনের মরদেহ এবং প্রায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া উদ্ধার তৎপরতা এখনও চলছে।

নৌকার যাত্রীদের বেশিরভাগই কেব্বি প্রদেশের বাসিন্দা। তারা ব্যবসায়ী বলে জানান মুখপাত্র নোয়েল-বার্জে। কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত যাত্রী বহনের কারণেই নৌকাটি ডুবে যায়।