সোমালিয়ায় আল শাবাবের ২১ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর

সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত পান্থল্যান্ড অঞ্চলে ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইসলামিক জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সদস্য প্রমাণিত হওয়ায় এই দণ্ড পেয়েছে তারা। গালকায়ো এলাকার একটি সামরিক আদালতে দোষী প্রমাণিত হওয়ায় ফায়ারিং স্কোয়াডে দণ্ড কার্যকর হয়েছে তাদের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সোমালিয়ার আঞ্চলিক রেডিও জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত ১৮ জন গত এক দশকের বেশি সময় ধরে হত্যাকাণ্ড এবং বোমা হামলা চালিয়েছে। সদস্যদের মৃত্যুদণ্ড কার্যকরের দিনে আল-শাবাব গোষ্ঠী সোমালিয়ার আরেকটি অংশে হামলা চালিয়ে সেনা সদস্যদের হত্যা করেছে।

সোমালিয়ায় আল-শাবাব সদস্যদের দণ্ড কার্যকরের ঘটনা নতুন নয়। আগেও আদালতের রায়ে এই ধরনের দণ্ড কার্যকর হয়েছে। তবে পান্থল্যান্ডে এতো বিশাল সংখ্যক আল-শাবাব সদস্যদের দণ্ড কার্যকরের ঘটনা এটাই প্রথম।

পান্থল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, আল-শাবাবের সদস্য কেউ থাকলে কিংবা কেউ গোষ্ঠীটিকে সহায়তা দিলে তাদেরও বিচারের আওতায় আনা হবে।

সোমালিয়ার দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে আল-শাবাব। গত অক্টোবরে হিরাল ইনস্টিটিউটের এক গবেষণায় বলা হয়েছে এই গোষ্ঠীটির আয় সোমালিয়ার সরকারের চেয়েও বেশি।

রবিবার পান্থল্যান্ডে মৃত্যুদণ্ড কার্যকর করার দিনে আল-শাবাবের যোদ্ধারা মাদাগ এলাকার উইসিল শহরে হামলা চালিয়েছে। এক সেনা ঘাঁটিতে চালানো হামলায় অন্তত ২০ সেনা নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।