সরকারের একাধিক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করলেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট

রাষ্ট্রের একাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ। প্রধানমন্ত্রীর কাউন্সিলের পরিচালক ও সরকারের মহাসচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনের বুলেটিনে বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট সাঈদ।

তিউনিসিয়ায় গত রবিবার থেকেই রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে আকস্মিক বরখাস্তের পর থেকেই আন্দোলন চলছে দেশজুড়ে। এরইমধ্যে সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ।

এক ঘোষণায় তিনি জানান, দায়িত্ব থেকে বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর কাউন্সিলের পরিচালক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারের মহাসচিবও রয়েছেন। তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কারণ জানাননি প্রেসিডেন্ট। এতে সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

করোনা মহামারি মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনার জেরে সহিংস বিক্ষোভের পর তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ গত রবিবার সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী হিসাচ মেচিচকে বরখাস্ত করেন। আগামী ৩০ দিনের জন্য সাময়িকভাবে স্থগিত করেছেন পার্লামেন্ট। প্রেসিডেন্টের এমন পদক্ষেপকে বিরোধীরা ‘অভ্যুত্থান’ হিসেবে অভিহিত করেছে। তবে বিরোধী এবং আন্দোলনকারীদের এমন অভিযোগ নাকচ করেছেন প্রেসিডেন্ট সাঈদ।

পরিস্থিতি মোকাবিলায় রাজধানী তিউনিসসহ নানা জায়গায় মোতায়েন রয়েছে সেনা সদস্য। চলমান সংকট মোকাবিলায় সরকারকে আহ্বান জানিয়েছে তুরস্ক, জার্মানি ও রাশিয়াসহ যুক্তরাষ্ট্র।