সিংহের থাবায় প্রাণ গেলো ৩ শিশুর

তানজানিয়ার একটি বিশ্বখ্যাত বণ্যপ্রাণী অভয়াশ্রমের কাছে গবাদি পশু খুঁজতে গিয়ে সিংহের থাবায় প্রাণ হারিয়েছে তিন শিশু। স্থানীয় পুলিশ জানিয়েছে, গত সোমবার স্কুল থেকে ফিরে নয় থেকে ১১ বছর বয়সী এই শিশুরা হারিয়ে যাওয়া গবাদি পশু খুঁজতে যায়। বৃহস্পতিবার আরুশা পুলিশ প্রধান জাস্টিন মাসেজো জানান, এনগোরঙ্গো অভয়াশ্রমের কাছে সিংহের কবলে পড়ে তিন শিশু নিহত এবং আরও একজন আহত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত এনগোরঙ্গো অভয়াশ্রম একটি বিশ্ব ঐতিহ্য। সিংহ, চিতাবাঘসহ নানা বণ্যপ্রাণীর বাস এই অভয়াশ্রমে।

পুলিশ প্রধান জাস্টিন মাসেজো বলেন, ‘আমি স্থানীয় নোমাডিক জনগোষ্ঠীকে সংরক্ষিত এলাকার হিংস্র প্রাণীর বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি, বিশেষ করে যখন শিশুদের গবাদি পশুর খেয়াল রাখার জন্য পাঠানো হয়। এর মাধ্যমে তারা শিশু ও নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারবে।’

মাসাই জনগোষ্ঠীর মতো বেশ কিছু সম্প্রদায়কে ন্যাশনাল পার্কের অভ্যন্তরে বসবাসের অনুমতি দিয়েছে তানজানিয়া। এসব জনগোষ্ঠী পার্কে বণ্যপ্রাণীর পাশাপাশি গবাদি পশুও পালন করে থাকে। তবে সিংহ, হাতির মতো নানা প্রাণীর সঙ্গে তাদের সংঘাতের ঘটনা ঘটে।