গিনির রাজধানীতে প্রচণ্ড গোলাগুলি

গিনির রাজধানী কোনাক্রিতে প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া গেছে। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রসিডেন্ট প্যালেসের কাছে রাস্তায় সেনাদের উপস্থিতি দেখা গেছে।

খবরে বলা হয়েছে, গোলাগুলিতে কারা জড়িত তা সম্পর্কে স্পষ্ট কোনও ধারণা পাওয়া যায়নি। পশ্চিম আফ্রিকার দেশটির কর্তৃপক্ষ বিষয়টি এখনও নিশ্চিত করেনি।

কালৌম জেলায় সেনাবাহিনী স্থানীয় বাসিন্দাদের বাড়িতে অবস্থানের নির্দেশ দিয়েছে। এতে করে সড়কগুলো জনশূন্য বিরানভূমিতে পরিণত হয়েছে।

এক সিনিয়র সরকারি কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট আলফা কন্ডের কোনও ক্ষতি হয়নি। তবে তিনি আর বিস্তারিত কিছু জানাননি।  

কালৌম এর সঙ্গে দেশটির মূল ভূখণ্ডের সংযোগকারী একমাত্র সেতু সিল করে দেওয়া হয়েছে। এখানেই সরকারের বেশিরভাগ মন্ত্রী বসবাস করেন।

এক সামরিক সূত্র জানায়, প্রেসিডেন্ট প্যালেসের কাছে ভারী অস্ত্র সজ্জিত সেনা মোতায়েন করা হয়েছে।

সত্যতা সম্পর্কে নিশ্চিত না হওয়া খবরে বলা হয়েছে, তিন সেনা নিহত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সামরিক যান ও সেনাভর্তি ট্রাক সড়কে টহল দিচ্ছে। তবে এগুলোর সত্যতা বিবিসি নিশ্চিত করতে পারেনি।

গত বছর সহিংস বিক্ষোভের পর তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট কন্ডে।