‘হোটেল রুয়ান্ডা হিরোর’ ২৫ বছরের কারাদণ্ড

রুয়ান্ডা গণহত্যার সময় মানুষ বাঁচানোর চেষ্টা করে বীর আখ্যা পাওয়া পল রসেসেবাগিনাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সন্ত্রাসী হামলার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে এই দণ্ড দেয় রুয়ান্ডার আদালত। তবে এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে শুনানিতে অংশ নেওয়া থেকে বিরত থেকেছেন রসেসেবাগিনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৮ সালে এক হামলায় নয় বেসামরিক হত্যার ঘটনায় অভিযুক্ত হন পল রসেসেবাগিনা। তার বিরুদ্ধে অভিযোগ নির্বাসনে থেকে হামলা চালানো বিদ্রোহী গ্রুপটিকে সমর্থন দেন তিনি। তার পরিবারের অভিযোগ তাকে জোর করে রুয়ান্ডায় নেওয়া হয়েছে। এছাড়া তিনি ন্যায় বিচার পাননি বলেও অভিযোগ তাদের। বিচার প্রক্রিয়াকে লজ্জা আখ্যা দিয়ে সোমবারের রায় ঘোষণাও বয়কট করেন তিনি। জানান, এই বিচার থেকে ন্যায়বিচার আশা করছেন না তিনি।

সেলিব্রেটি চরিত্র থেকে পল রসেসেবাগিনার রাষ্ট্রীয় শত্রুতে পরিণত হওয়ার নেপথ্যে রয়েছে সরকারের সমালোচনা। গণহত্যার সময় বেশ কিছু মানুষের প্রাণ বাঁচিয়ে প্রশংসায় ভাসেন পল রসেসেবাগিনা। ১৯৯৪ সালের এপ্রিলে একশ’ দিনের মধ্যে আট লাখ মানুষ হত্যার শিকার হয়। এদের বেশিরভাগই তুতসি নৃতাত্বিক গোষ্ঠীর সদস্য।

পল রসেসেবাগিনার উপর নির্মাণ করা হয় অস্কার পুরস্কারের জন্য মনোনীত ছবি হোটেল রুয়ান্ডা। এতে পল রসেসেবাগিনার চরিত্রে অভিনয় কনে ডন সেডল। হোটেল ম্যানেজার হিসেবে কর্মরত এই চরিত্রটি আশ্রয় প্রার্থী এক হাজারের বেশি মানুষের জীবন রক্ষা করেন।

২০০৫ সালে ছবিটি মুক্তির পর পল রসেসেবাগিনা ব্যাপক প্রশংসিত হন। আর তারপরই গণহত্যা পরবর্তী সরকার এবং প্রেসিডেন্টপল কাগামের সমালোচনা শুরু করেন তিনি। মানবাধিকার হরণ নিয়ে কথা বলার পাশাপাশি তিনি অভিযোগ করেন সরকার হুতুস জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।

২০২০ সালের আগস্টে দুবাই থেকে পল রসেসেবাগিনাকে গ্রেফতার করে রুয়ান্ডার কর্তৃপক্ষ। তার অভিযোগ তাকে অপহরণ করে নেওয়া হয়েছে।