বোমা হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা হামলায় জাতিসংঘের এক মিশরীয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। গুরুতর আহত হন আরও ৪ শান্তিরক্ষী। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে জানা গেছে, মালির উত্তরাঞ্চলের কিডালে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলায় হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিখ জানান,  মালিতে নিযুক্ত শান্তিরক্ষী বাহিনীর বহরে হামলা হয়। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মালির সরকারকে এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন তিনি। 

মালিতে চরমপন্থি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ২০১২ সাল থেকেই দেশটির সরকারি বাহিনীর পাশাপাশি লড়াই চালিয়ে আসছে জাতিসংঘের শান্তিরক্ষীর কর্মীরা। এই অভিযানে ২০১৩ সাল থেকেই ফ্রান্সের সামরিক সেনা বাহিনী সহায়তা করে আসছে।

চলতি বছরের এপ্রিলে মালিতে সন্ত্রাসী হামলায় চার শান্তিরক্ষী নিহত হন। গত জুনে গাড়ি বোমা হামলায় জাতিসংঘের ১৩ জন শান্তিরক্ষী আহত হন।