গৃহযুদ্ধ এড়াতে ক্ষমতা দখল করেছে সুদানের সেনাবাহিনী: অভ্যুত্থানের নেতা

সুদানের অভ্যুত্থানের নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বলেছেন গৃহযুদ্ধ এড়াতে সোমবার ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদাককে নিরাপত্তা কারণে নিজের বাড়িতে এনে রেখেছেন বলে দাবি করেন তিনি। শিগগিরই তাকে নিজের বাড়িতে যেতে দেওয়া হবে বলে জানান তিনি।

অভ্যুত্থানের প্রতিবাদে রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। সড়ক, সেতু এবং দোকানপাট বন্ধ রয়েছে। ফোন আর ইন্টারনেট সেবাও বিঘ্নিত হচ্ছে। বিক্ষোভ শুরুর পর থেকে অন্তত দশ জন নিহতের কথা জানা গেছে।

অভ্যুত্থানকারী নেতা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গত সপ্তাহে যে বিপদ আমরা দেখেছি তাতে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারতো।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার বাড়িতে ছিলেন কিন্তু আমরা তার ক্ষতির আশঙ্কা করছি আর তিনি এখন আমার বাড়িতে রয়েছেন। গত রাতে তার সঙ্গে ছিলাম... এবং তিনি স্বাভাবিক জীবন যাপন করছেন...হুমকি শেষ হয়ে গেলে শিগগিরই তিনি বাড়ি যেতে পারবেন।’

জেনারেল বুরহান বলেন, রাজনৈতিক গ্রুপগুলো জনগণকে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উস্কে দিতে থাকায় তাকে বেসামরিক শাসনের অবসান ঘটাতে হয়েছে, রাজনৈতিক নেতাদের গ্রেফতার করতে হয়েছে এবং জরুরি অবস্থা জারি করতে হয়েছে।

বিশ্ব জুড়ে ওই অভ্যুত্থানের নিন্দা জানানো হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন গ্রেফতারকৃতদের নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেছে। এসব নেতাদের মধ্যে আবদাল্লাহ হামদাকের মন্ত্রিসভার সদস্যরাও রয়েছেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সুদানও সেই সব দেশের মধ্যে একটি যেখানে এশিয়া ও আফ্রিকায় সেনা অভুত্থানের মহামারি চলছে। তিনি নিরাপত্তা পরিষদের মাধ্যমে সেনা অভুত্থান নিষিদ্ধ করার ব্যবস্থা নিতে বিশ্বের বড় শক্তিগুলোকে আহ্বান জানান।