সুদানে সামরিক শাসনের বিরুদ্ধে চিকিৎসক ও তেলকর্মীরা

সুদানে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানির শ্রমিক ও চিকিৎসকরা। বুধবার তারা এই ঘোষণা দেন। তাদের অভিযোগ, এই অভ্যুত্থানের মাধ্যমে দেশটির পরিকল্পিত গণতান্ত্রিক হস্তান্তর ঠেকিয়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সোমবার সশস্ত্রবাহিনী প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ক্ষমতা দখলের পর থেকে রাজপথে বিক্ষোভে অংশ নিচ্ছেন হাজারো মানুষ। নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে নিহত হয়েছেন বেশ কয়েকজন।

রাজধানী খার্তুমে কয়েকটি কমিটির একটি গোষ্ঠী আরও কয়েকটি বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা করছে। শনিবার মার্চ অব মিলিয়নস নামে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার রাষ্ট্রীয় তেল কোম্পানি সুডাপেট-এর শ্রমিকরা উৎখাত হওয়া সরকারের সমর্থনে রাজপথে নেমেছেন। অ্যাক্টিভিস্টদের জোট সুদানিজ প্রফেশনালস অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়েছে, গণ অসহযোগিতা কর্মসূচিতে যোগদানের সিদ্ধান্ত আমরা নিয়েছি। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের দাবি অর্জনের আগ পর্যন্ত আমরা জনগণের সিদ্ধান্ত সমর্থনে এতে যোগদান করব।

দেশটির চিকিৎসকরাও জানিয়েছেন তারা ধর্মঘট পালন করবেন। চিকিৎসকদের বিভিন্ন ইউনিয়নের জোট ইউনিফাইড ডক্টর্স অফিস জানিয়েছে, প্রতিশ্রুতি অনুসারে এবং আমাদের পূর্ব ঘোষণা মতো আমরা সুদানজুড়ে সাধারণ ধর্মঘট পালন করবো অভ্যুত্থানের বিরুদ্ধে। আমরা নিজেদের প্রতিশ্রুতি সময় অনুসারে পালন করছি।

২০১৯ সালে বশির সরকারের পতনে সামনের সারির চালিকাশক্তি ছিল চিকিৎসকদের এই ইউনিয়ন। অন্যান্য প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে ছিল তেল শ্রমিক ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মীরা। এই তিন শক্তি দেশটির অর্থনীতিকে স্থবির করে দিতে পারে।