সুদানের হামদাক এবং সেনাবাহিনীর আলোচনা এখনও চলছে: রয়টার্স

সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লা হামদাক এবং সেনাবাহিনীর মধ্যে আলোচনা এখনও চলছে বলে জানিয়েছে একটি সূত্র। হামদাকের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই আলোচনা সফল হলে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবারও সরকারের নেতৃত্ব দিতে ফিরে আসতে পারেন।

এর আগে আবদাল্লা হামদাক সরকারের নেতৃত্বে ফিরে আসছে বলে খবর প্রকাশ হয়। তবে ওই খবর অস্বীকার করেছে সূত্রটি।

সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে অভ্যুত্থানের পর থেকেই গৃহবন্দি রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লা হামদাক। এই সেনা অভ্যুত্থানের কারণে দেশটিতে বেসামরিক ক্ষমতায় ফেরা অনিশ্চয়তায় পড়েছে। আর পশ্চিমা দাতা দেশগুলো সহায়তা স্থগিত করে দেয়।

আলোচনার মাধ্যমে সংকট উত্তরণের উপায় অনুসন্ধানে গত কয়েক দিন ধরেই সুদানে প্রচেষ্টা চলছে। বুধবার হামদাকের ঘনিষ্ঠ একটি সূত্র জানায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং সেনা নেতৃত্বের মধ্যে এখনও কোনও চুক্তি হয়নি। তবে আলোচনা এখনও চলছে।

এর আগে সৌদি আরবের মালিকানাধীন আল আরাবিয়া টিভির খবরে বেনামি সূত্রের বরাতে বলা হয়, সরকারের নেতৃত্বে ফিরতে সম্মত হয়েছেন আবদাল্লা হামদাক। আরেক সৌদি চ্যানেল আল হাদাথ টিভির খবরে বলা হয়, হামদাক সরকারের নেতৃত্ব দেওয়ার শর্ত হিসেবে রাজনৈতিক বন্দিদের মুক্তি চাইছেন।