ইথিওপিয়ায় গৃহযুদ্ধ নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি

উত্তরাঞ্চলীয় তাইগ্রেতে সংঘাত বন্ধ না হলে ইথিওপিয়া বড় ধরনের গৃহযুদ্ধের দিকে ধাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে হুঁশিয়ারি জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির রাজনৈতিক ও শান্তি স্থাপন বিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো একথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ডিকার্লো বলেন, অক্টোবরের মাঝামাঝি থেকে তাইগ্রে অঞ্চলের রাজধানী মেকেলেতে কোনও ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পারেনি। অথচ সেখানকার ৭০ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন।

জাতিসংঘ বলছে, এদের মধ্যে ৪ লাখ মানুষ প্রায় দুর্ভিক্ষ পরিস্থিতিতে বাস করছেন।

হর্ন অব আফ্রিকা বিষয়ক আফ্রিকান ইউনিয়নের দূত ওলুসেগুন ওবাসানেঞ্জা জানান, তিনি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ও তাইগ্রে অঞ্চলের নেতা ডেব্রেটসিওন গেব্রেমাইকেলের সঙ্গে বৈঠক করেছেন।

তিনি জানান, উভয় নেতাই সংঘাতের রাজনৈতিক সমাধানে আগ্রহের কথা জানিয়েছেন কিন্তু সরাসরি আলোচনার কোনও কথা উল্লেখ করেননি তারা।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল চায় অঞ্চলটি থেকে সরকারি সেনা ও মিলিশিয়াদের প্রত্যাহার, যাতে করে সেখানে প্রয়োজনীয় খাবার ও ওষুধ পাঠানো যায়।