বিচ্ছুর কামড়ে মিসরে মৃত ৩, আহত চার শতাধিক

মিসরের দক্ষিণাঞ্চলীয় শহর আসওয়ানে বিচ্ছুর কামড়ে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে এসব বিচ্ছু জঙ্গল থেকে রাস্তায় ও বিভিন্ন বাড়িতে প্রবেশ করেছে। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিচ্ছুর দংশনে চার শতাধিক মানুষ আহত হয়েছেন।

শুক্রবার নীল নদ এলাকায় ঝড়ো বৃষ্টি ছিল ভয়াবহ। এমন বৃষ্টির পর বিচ্ছু রাস্তায় চলে আসে পানির সঙ্গে। তাদের গর্ত থেকে বেরিয়ে পড়ে সাপও।

অপর এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, পাহাড়ি ও মরু এলাকার কাছাকাছি গ্রামগুলোর মেডিক্যাল সেন্টারে অ্যান্টি-ভেনমের অতিরিক্ত ডোজ পাঠানো হয়েছে।

স্থানীয়দের ঘরে থাকতে এবং একাধিক গাছ থাকা স্থান এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

মিসরে বিশ্বের অন্যতম বিষাক্ত মোটা লেজের বিচ্ছু পাওয়া যায়। কালো রঙের এমন বিচ্ছুর দংশনে এক ঘণ্টার ভেতরে মানুষের মৃত্যু হতে পারে।

দংশনের পর বিষয়ের প্রতিক্রিয়া হিসেবে শ্বাস নিতে কষ্ট, পেশিতে সংকোচন ও অস্বাভাবিক মাথাঘুরার মতো উপসর্গ দেখা দেয়।

উপসর্গ দেখা দেওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে অ্যান্টি-ভেনম ব্যবহার করা হয়। তবে উপসর্গ দেখা দিতে শুরু করলেও এটি কাজ করে।