সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে পুনর্বহাল করলো সেনাবাহিনী

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদককে তার পদে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সেনাবাহিনী। রবিবার ওই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের চুক্তির পর তাকে ফের স্বপদে পুনর্বহালের ঘোষণা দেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সেনাবাহিনী ক্ষমতা দখলের এক মাসেরও কম সময়ের মাথায় রবিবার রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, চুক্তিতে সামরিক অভ্যুত্থানের সময় আটক রাজবন্দিদের মুক্তির নিশ্চয়তা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদক এক বিবৃতিতে বলেছেন, সর্বশক্তিমান ঈশ্বর আমাদের দেশকে রক্ষা করেছেন। আমরা যেখানেই গিয়ে পৌঁছাই না কেন, সুদানের মানুষ সেখান থেকেই দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে। সেই সক্ষমতা তাদের রয়েছে।