মালিতে জাতিসংঘের এক হাজার শান্তিরক্ষী মোতায়েনের পথে চাদ

আফ্রিকার দেশ মালির অনুরোধে জাতিসংঘের আরও ১ হাজার শান্তিরক্ষী মোতায়েন করতে যাচ্ছে চাদ। সাবেক ফরাসি উপনিবেশে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে লড়াইরত সেনাদের শক্তিশালী করতে মালিতে অতিরিক্ত শান্তিরক্ষী পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে চাদের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়।

শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, মালি সরকারের অনুরোধে দ্বিপাক্ষিক কাঠামোর অংশ হিসেবে উত্তর মালিতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে।

এই সিদ্ধান্তে সেখানকার নিরাপত্তা জোরদার হবে। কারণ সেখানে ফ্রান্সের কয়েক হাজার সেনার উপস্থিতি রয়েছে। মালিতে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে আসছে শান্তিরক্ষী বাহিনী।

মালিতে আধিপত্য বিস্তার করে আসছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। সেই সঙ্গে ছোট ছোট কয়েকটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। বিভিন্ন সময় লুটপাট, অপহরণ, হত্যায় জড়িত থাকে বোকো হারাম। তাদের হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন।