কঙ্গোয় বড়দিনের উৎসবে আত্মঘাতী বোমা হামলা, হতাহত ১৯

আফ্রিকার দেশ কঙ্গোর একটি রেস্তোরাঁয় বড়দিনের উৎসব চলাকালে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনিতে এ ঘটনায় আহত হন আরও ১৩ জন।

দু’জন প্রত্যক্ষদর্শীর বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘ইন বক্স’ রেস্তোরাঁয় বড়দিনের এক অনুষ্ঠানে শিশুসহ ৩০ জনের বেশি মানুষ অংশ নেন।

স্থানীয় এক রেডিওর সংবাদ পাঠক নিকোলাস ইকিলা এএফপিকে বলেন, একটি মোটারসাইকেল রাখা ছিল। হঠাৎ এটি উল্টে যায়। একপর্যায়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। পুলিশ জানিয়েছে, বোমা বহনকারীকে ওই ভবনে প্রবেশে বাধা দেয়। একপর্যায়ে সেখানেই বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে এবং আরও পাঁচজনকে হত্যা করে।

সতর্কতা হিসেবে পূর্বাঞ্চলে জরুরি অবস্থা জারি করে নিরাপত্তার স্বার্থে জনসাধারণকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সামরিক বাহিনী।

এই ঘটনায় কোন গোষ্ঠী দায় স্বীকার না করলেও সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ)-কে দায়ী করছে সরকার। এদের সঙ্গে আইএসের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে।