যুক্তরাষ্ট্রে আফ্রিকার তিন দেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল

আফ্রিকার তিন দেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘন এবং সেনা অভ্যুত্থানের জেরে ইথিওপিয়া, মালি এবং গিনির বিরুদ্ধে এই ব্যবস্থা নিলো বাইডেন প্রশাসন। রবিবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবামাধ্যম আল-জাজিরা।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর ইউএসটিআর এক বিবৃতিতে জানায়, আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্টের (এজিওএ) অধীনে বাণিজ্য সুবিধার শর্ত লঙ্ঘনের জেরে তিন দেশের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, উত্তর ইথিওপিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে ইথিওপিয়া সরকার এবং অন্যান্য দল কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের চরম লঙ্ঘন, এছাড়া গিনি ও মালি উভয়ের সরকারের অসাংবিধানিক পরিবর্তনের বিষয়ে মার্কিন সরকার গভীরভাবে উদ্বিগ্ন।

শুল্কমুক্ত সুবিধা বাতিলের প্রসঙ্গে আফ্রিকার এই তিন দেশের ওয়াশিংটন দূতাবাস থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।। ২০২০ সালে ৩৮ দেশ আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্টের (এজিওএ) আওতায় ছিল।

সাম্প্রতিক এই তিন দেশে চরম অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সংঘাত চলছে দেশটির সেনাবাহিনীর। সংঘাত ছড়িয়ে পড়ায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে সরকার।