সুদানে ৩ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা

সুদানে তিন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনী বিরোধী বিক্ষোভকারীদের লক্ষ্য করে বৃহস্পতিবার রাজধানী খার্তুমসহ বেশ কয়েকটি শহরে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত বছরের অক্টোবরে সেনা অভ্যুত্থানের পর সুদানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৬০ জনের মৃত্যু এবং আরও বহু মানুষ আহত হয়েছে। ওই অভ্যুত্থানের কারণে দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরানোর প্রক্রিয়া ব্যহত হয়।

বৃহস্পতিবার নিহত তিন জনই বিক্ষোভকারী। ওমদুরমান এবং বাহরি শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে তাদের মৃত্যু হয় জানিয়েছে সুদানের চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি।

বিক্ষোভকারীরা আবারও রাজধানীর প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশের চেষ্টা চালিয়েছে। সেনাবাহিনীর ওপর চাপ তৈরি করতে চাইছে তারা।

সুদান ডক্টরস কমিটির কর্মকর্তা নাদিম সিরাগ জানিয়েছেন, একজন বিক্ষোভকারীর মাথায় গুলি লেগেছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান। অনেকে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুদানের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। ২২ বছর বয়সী বিক্ষোভকারী সামার আল-তায়েব বার্তাসংস্থা এএফপি’কে জানিয়েছেন, সেনাবাহিনী ক্ষমতা না ছাড়া পর্যন্ত বিক্ষোভ চলবে।

মূলত বৃহস্পতিবার সকাল থেকে সুদানে ইন্টারনেট বন্ধ ছিল। তা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভের ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সুদানের পতাকা নিয়ে বিক্ষোভকারীরা বলছেন, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।

এছাড়া নিরাপত্তা বাহিনীকে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে এবং এর জবাবে বিক্ষোভকারীদের ইট ছুঁড়তেও দেখা যায় ভিডিওতে।