টাইগ্রের ৪০ শতাংশ মানুষ চরম খাদ্য সংকটে, ডব্লিউএফপি’র সতর্কতা

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, ইথিওপিয়ার সংঘাত কবলিত টাইগ্রে অঞ্চলের ৪০ শতাংশ মানুষ ‘খাদ্যের চরম অভাবে ভুগছে’। প্রতিবেশী আমহারা এবং আফার অঞ্চলে ক্রমবর্ধমান খাদ্য সংকট নিয়েও সতর্ক করেছে সংস্থাটি।

শুক্রবার ডব্লিউএফপি জানিয়েছে ইথিওপিয়ার উত্তরাঞ্চলে তীব্র ক্ষুধা দিন দিন অবনতির দিকে ঠেলে দিয়েছে।

প্রতিবেদনে বলা এসেছে, টাইগ্রে অঞ্চলের প্রায় ৬০ লাখ বাসিন্দা অনেকটা অবরুদ্ধ অবস্থায়। খাদ্যের জন্য তাদের লড়াই করতে হচ্ছে। সেখানকার জনসংখ্যার তিন-চতুর্থাংশ মানুষকে বেঁচে থাকতে নানা উপায় অবলম্বন করতে হচ্ছে।

সংস্থাটি সতর্ক করেছে যে টাইগ্রের বাসিন্দাদের ভিক্ষাবৃত্তি এবং দিনে একবার খাবারের উপর নির্ভরশীল। দেশটির উত্তরাঞ্চলের তিনটি জায়গার ৯০ লাখ মানুষের জরুরি সহায়তার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।

প্রসঙ্গত, সংঘাতকবলিত অঞ্চলটিতে চলমান যুদ্ধে প্রাণ হারিয়েছেন লক্ষাধিক মানুষ। ইথিওপিয়ার সরকারি বাহিনী ও স্বাধীনতাকামী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) মধ্যে মূলত লড়াই চলছে। অঞ্চলটি থেকে পালিয়ে প্রতিবেশী দেশ সুদানে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। ওই অঞ্চলের এক সেনা ঘাঁটিতে হামলার জন্য প্রধানমন্ত্রী আবি আহমেদ টিপিএলএফ বাহিনীকে দায়ী করে তাদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দিলে এই লড়াই শুরু হয়।