সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হাসান শেখ

আফ্রিকার সোমালিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হাসান শেখ মোহাম্মদ। আইনপ্রণেতাদের ভোটে রবিবার (১৫ মে) দেশটির দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হাসান শেখ ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সোমলিয়ার প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেন।

এবারের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন ৩৬ জন। এই নির্বাচনে ভোট দেন ৩২৮ জন প্রার্থী। এর মধ্যে হাসান শেখ এর পক্ষে যায় ২১৪টি। আর বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি পেয়েছেন ১১০ ভোট। বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে এগিয়ে যান হাসান শেখ। তিনি এমন সময় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন যখন সোমালিয়ায় বোমা হামলা, লুটপাট, অপহরণ ও চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।

প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী মোগাদিসুতে জারি করা হয় কারফিউ। নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানবন্দরের কমপাউন্ডে আয়োজন করা হয় ভোটগ্রহণ। 

হাসান শেখের বিজয় নিশ্চিতের খবরে কারফিউ উপেক্ষা করে রাজপথে আতশবাজি ফুটিয়ে মিছিল করে তার সমর্থেকরা।