খাদ্য নিরাপত্তায় মিসরকে ৫০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

আফ্রিকার দেশ মিসরকে ৫০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক। করোনা মহামারি এবং ইউক্রেন যুদ্ধের ফলে উদ্ভূত বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশটিকে এই সহায়তা দেওয়া হবে। বুধবার মিসরের আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কায়রো বলছে, বিশ্বব্যাংকের প্রদত্ত তহবিল প্রাথমিকভাবে সরকারকে একটি কৌশলগত রিজার্ভ বজায় রাখতে সাহায্য করবে। এছাড়া দেশে গমের মতো প্রয়োজনীয় শস্য মজুতকল্পেও এটি সহায়ক হবে।

ইউক্রেন যুদ্ধের কারণে আগামী তিন বছর খাদ্য ও জ্বালানির দাম অপেক্ষাকৃত বেশি থাকবে বলে আগেই সতর্ক করেছিল বিশ্বব্যাংক। বৈশ্বিক অর্থনীতি ১৯৭০-এর দশকের মতো উচ্চ মুদ্রাস্ফীতি এবং দুর্বল প্রবৃদ্ধির দিকে ধাবিত হওয়ার ভীতি জোরালো হচ্ছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। তাদের আশঙ্কা, অধিক দামের প্রবণতা ২০২৪ সালের শেষ নাগাদ চলতে পারে। আর এর সঙ্গে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাবে মুদ্রাস্ফীতিও অব্যাহত থাকতে পারে।

এদিকে বৈশ্বিক খাদ্য সংকটের জন্য রাশিয়াকে এককভাবে দায়ী করেছে ইউরোপীয় কাউন্সিল। কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল এমন অভিযোগ করেছেন। রাশিয়ার বিরুদ্ধে বিপজ্জনক ‘হাঙ্গার গেমস’ খেলার অভিযোগ করেন তিনি বলেন, ক্রেমলিন খাবারকে ‘যুদ্ধের নীরব অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে।