যাত্রীবাহী বাস নদীতে, নিহত ৩৩

কেনিয়ার মধ্যপ্রদেশে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে ৩৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ।

কেনিয়ার একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, রবিবার সন্ধ্যায় বাসটি মেরু থেকে উপকূলীয় মোসাম্বায় যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। মডার্ন কোস্ট কোম্পানির বাসটি নিথি ব্রিজ থেকে ৪০ মিটার নিচে নদীর উপত্যকায় পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, বাসের চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। কাউন্টি কমিশনার থারাকা নিথি বলেন, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি মেরু-নাইরোবি হাইওয়ের পাশে নিথি নদীর সেতুতে একটি ভয়াবহ বাস দুর্ঘটনা বেশ কয়েকজনকে হারিয়েছে। দুর্ঘটনায় ১০ জন বেঁচে গেছেন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

কেনিয়ায় সম্প্রতি সড়ক দুর্ঘটনার হার বেড়ে গেছে। গত মাসে দুর্ঘটনায় ৬০ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: সিজিটিএন