সুদানে বন্যায় ৭৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১৪ হাজার ঘর-বাড়ি

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় নাজেহাল অবস্থা সুদানের জনজীবন। দেশটির সরকার জানিয়েছে, ভারী বৃষ্টিতে নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমার উপরে দিয়ে বইছে। এখন পর্যন্ত সাড়ে ১৪ হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ৭৭ জনের। বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সুদানের জাতীয় পরিষদের বেসামরিক প্রতিরক্ষার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবদুল জলিল আবদুল রহিম বৃহস্পতিবার বলেন, মে মাসে বর্ষা মৌসুম শুরুর পর থেকে মৃত্যু বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে।

মুখপাত্র বলেন, মৌসুমি বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর মধ্যে উত্তর কোর্দোফান, গেজিরা, দক্ষিণ কোর্দোফান, দক্ষিণ দারফুর এবং নীল নদ।

মে থেকে অক্টোবরে ভারী বৃষ্টি হয়ে থাকে সুদানে। এই সময়টায় প্রতি বছর বন্যায় প্রচুর বাড়ি-ঘর এবং ফসল ক্ষতিগ্রস্ত হয়। মূলত দুর্বল অবকাঠামোর কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, এবারের বন্যায় ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ ক্ষতির মুখে পড়েছে। জাতিসংঘের তথ্যমতে, সুদানে ২০২১ সালের বন্যায় ৩ লাখ ১৪ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সে বছর ৮০ জনের বেশি মানুষ প্রাণ হারান।