তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ভূমধ্যসাগর দিয়ে ইতালিতে ঢোকার চেষ্টাকালে তিউনিসিয়ার কাছে একটি নৌকা ডুবে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন আরও ২৮ জন।  স্থানীয় মানবাধিকার সংগঠন - তিউনিসিয়ান ফোরাম ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইটস বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।

সংগঠনের সদস্য রোমাদান বেন ওমর বলেন, ‘তিউনিসিয়ার কোস্টগার্ড দক্ষিণাঞ্চলীয় শহর স্ফ্যাক্সের উপকূলে ডুবে যাওয়া নৌকাটিতে থাকা পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে।’

গৃহযুদ্ধ আর অর্থনৈতিক মন্দা থেকে বাঁচতে এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ ইউরোপে ঢোকার চেষ্টা করেন। এসব মানুষের প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে স্ফ্যাক্সের উপকূলরেখা।    

জাতিসংঘের অনানুষ্ঠানিক তথ্য অনুসারে, এ বছর যারা ইতালিতে পৌঁছেছেন তাদের মধ্যে ১২ হাজার তিউনিসিয়া থেকে যাত্রা করেছে। ২০২২ সালে এই সংখ্যাটা ছিল ১,৩০০। আগে অবশ্য এই অঞ্চলে অভিবাসীদের প্রধান লঞ্চপ্যাড ছিল লিবিয়া।

গত মাসে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ বলেছিলেন, অনথিভুক্ত সাব-সাহারান আফ্রিকান অভিবাসীরা তিউনিসিয়ার জনসংখ্যার রূপরেখা বদলে দিচ্ছে ।

কৃষ্ণাঙ্গ অভিবাসীদের বিরুদ্ধে সহিংসতার ঢেউ তুলেছে তার এ মন্তব্য। জরিমানা ভয়ে বাড়িওয়ালারা শত শত অভিবাসীকে উচ্ছেদ করেছে। তারা এখন তিউনিসের রাস্তায় ক্যাম্প করে থাকছেন।

কাইস নিরাপত্তা বাহিনীকে তিউনিসিয়ায় অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বহিষ্কারেরও নির্দেশ দিয়েছেন।

জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘সাব-সাহারান আফ্রিকা থেকে প্রায় ২১ হাজার অভিবাসী তিউনেশিয়ায় রয়েছে বলে মনে করা হয়।’ সূত্র: আল জাজিরা