ঘানায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭১

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় বাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে অন্তত ৭১ জন নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রে নিহতের এ সংখ্যা জানা গেছে। আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যে ২৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় রাজধানী আক্রা থেকে ৪২০ কিলোমিটার উত্তরে এ দুর্ঘটনা ঘটে। কয়েক বছরের মধ্যে এটি ঘানার সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।

noname

কুমাসি থেকে তামালি যাওয়ার পথে মেট্রো মাস ট্রানজিট পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা টমোটো বোঝাই কার্গো ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। দ্রুতগতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ।

দুর্ঘটনাকবলিত বাসটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল বলে জানা গেছে। বাসটির সর্বোচ্চ ধারণক্ষমতা ছিল ৬৩ জন যাত্রীর। কিন্তু ওই বাসে যাত্রীর সংখ্যা ছিল ৭০ জনেরও বেশি।

আঞ্চলিক পুলিশ প্রধান ম্যাক্সওয়েল আতিনগেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

পুলিশের মুখপাত্র ক্রিস্টোফার তাওয়িআহ বলেন, এটা ছিল মারাত্মক। দুর্ঘটনাকবলিত বাসটি থেকে হতাহতদের খুঁজে বের করতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে।

এ দুর্ঘটনাকে দুঃসংবাদ হিসেবে আখ্যায়িত করেছেন ঘানার প্রেসিডেন্ট জন মাহামা। হতাহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। সূত্র: বিবিসি, গার্ডিয়ান।

/এমপি/