তিউনিসিয়া উপকূলে ইউরোপগামী নৌকাডুবি, নিখোঁজ ২০

উত্তর আফ্রিকা থেকে নৌকায় অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ২০ জন নিখোঁজ। স্ফ্যাক্স আদালতের বিচারক ফৌজি মাসমুদি শনিবার (৮ এপ্রিল) জানান, স্ফ্যাক্সের উপকূলে নৌকাটি ডুবে যাওয়ার পর আরও ১৭ জনকে জীবিত উদ্ধার করে উপকূলরক্ষীরা। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

গত কয়েক সপ্তাহে তিউনিসিয়া উপকূলে একাধিক নৌকাডুবির ঘটনা ঘটেছে, এতে কয়েক ডজন নিখোঁজ অথবা মারা গেছেন। উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে পালিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের জন্য লিবিয়াকে প্রধান রুট হিসেবে বেছে নিয়েছে মানবপাচারকারীরা। সম্প্রতি তিউনিসিয়া হয়ে যাওয়ার প্রবণতা বেড়েছে অভিবাসন প্রত্যাশীদের।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড শুক্রবার (৭ এপ্রিল) জানায়, এ বছরের প্রথম তিন মাসে ইউরোপে পাড়ি দেওয়ার সময় ১৪ হাজারের বেশি শরণার্থী ডুবে যায় অথবা উদ্ধার হয়েছে। যাদের বেশিরভাগই সাব-সাহারার আফ্রিকার। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ গুণ বেশি।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শুক্রবার বলেন, তিউনিসিয়ায় আর্থিক স্থিতিশীলতা আনা না গেলে উত্তর আফ্রিকা থেকে ইউরোপীয় উপকূলে শরণার্থীদের একটি বিশাল ঢেউ দেখা দেবে। এ অবস্থায় আন্তর্জাতিক অর্থ তহবিল ও অন্যান্য দেশকে তিউনিসিয়ার পতন এড়াতে অবিলম্বে সহায়তার আহ্বান জানান তিনি। সূত্র: আল জাজিরা