আইভরি কোস্টে ভবন ধসে ৭ কর্মী নিহত

একটি নির্মাণাধীন ছয়তলা ভবন ধসে মারা গেছেন ৭ কর্মী। আহত হন অন্তত ৯ জন। শুক্রবার (৩০ জুন) আইভরি কোস্টের বাণিজ্যিক রাজধানী আবিদজানের রিভেরা পালমেরে জেলায় এ ঘটনা ঘটেছে।

ভবনটির তত্ত্বাবধায়ক ও নির্মাণকর্মী জার্দিন ইয়োরো জানিয়েছেন, স্থানীয় সময় দুপুরের দিকে শ্রমিকেরা ফাটলের শব্দ শুনতে পান। এরপরই ভবনটি ভেঙে পড়া শুরু হয়। তাড়াহুড়ো করে আমরা দৌঁড়াতে শুরু করি। ৪৫ সেকেন্ডের মধ্যেই ভবনটি ধসে পড়ে।

শনিবার থেকে উদ্ধার অভিযান শুরু হয়। কংক্রিটের টুকরো ও বিশাল ধ্বংসস্তূপে কেউ আটকে আছে কিনা, এ নিয়ে উদ্বিগ্ন উদ্ধারকারীরা।

আইভরি কোস্ট ও পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশে প্রায়শই ভবন ধসে পড়ে। নিম্নমাণের নির্মাণ সামগ্রীর ব্যবহার ও নিয়ম না মানায় এ ধরনেরঘটনা ঘটছে। সূত্র: রয়টার্স