সম্পর্ক স্বাভাবিক করতে আলজেরিয়ার প্রতি মরক্কোর আহ্বান

প্রায় দুই বছর পর আলজেরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রত্যাশা ব্যক্ত করেছেন মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ। প্রতিবেশী দেশটির সঙ্গে সীমান্ত পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন ৫৯ বছর বয়সী এই রাজা। 

সিংহাসনে আরোহণের ২৪তম বার্ষিকী উপলক্ষে শনিবার রাতে এক বক্তৃতায় তিনি বলেন, ‘আমরা সর্বশক্তিমানের কাছে স্বাভাবিক সম্পর্কে ফিরে আসার জন্য প্রার্থনা করি। আমাদের প্রতিবেশী দেশ এবং ভ্রাতৃপ্রতিম জনগণের জন্য সীমান্ত পুনরায় খুলে দেওয়ার প্রত্যাশা করছি।’

১৯৯৪ সাল থেকে দুই দেশের সীমান্ত বন্ধ আছে। মরক্কো তার প্রতিবেশীর বিরুদ্ধে মারাকেশ হোটেলে জিহাদি হামলায় জড়িত থাকার অভিযোগ আনলে আলজেরিয়া সীমান্ত বন্ধ করে দেয়। ওই হামলায় দুই পর্যটক নিহত হয়। সেই থেকে আঞ্চলিক এ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এ ছাড়া পশ্চিম সাহারা অঞ্চলের মালিকানা নিয়ে দুই দেশের বিরোধ পুরনো।

তবে সবকিছু শেষ হয়ে যায় ২০২১ সালের আগস্টে। সেই মাসে ‘বিদ্বেষমূলক কাজ’ করার অভিযোগ এনে মরক্কোর সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করে আলজেরিয়া। এই পদক্ষেপকে ‘পুরোপুরি অন্যায়’ বলে ব্যাখ্যা করেছিল মরক্কো।

পশ্চিম সাহারার ওপর ‘মরক্কোর সার্বভৌমত্ব’ রয়েছে বলে চলতি মাসের শুরুতে ইসরায়েল স্বীকৃতি দেয়। এতে মরক্কো এবং আলজেরিয়ার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েলের এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে আলজেরিয়া।

শনিবার জাতীয়ভাবে সম্প্রচারিত বক্তৃতায় রাজা ষষ্ঠ মোহাম্মদ বলেন, ‘আমার আলজেরিয়ান ভাইয়েরা কখনই মরক্কো থেকে বিদ্বেষমূলক কিছু দেখবে না।’

সূত্র: আরব নিউজ