নাইজেরিয়ায় ২৬ সেনাকে হত্যা, মরদেহ বহনকারী হেলিকপ্টারেও হামলা

নাইজেরিয়ায় হামলা চালিয়ে দেশটির ২৬ সেনাকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। উদ্ধার করতে আসা একটি সামরিক হেলিকপ্টারও রহস্যজনকভাবে বিধ্বস্ত হয়েছে। দুইটি সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদনে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত রবিবার গভীর রাতে। একজন বিমানবাহিনীর মুখপাত্র বলেছেন, খবর পেয়ে সোমবার (১৪ আগস্ট) সকালে আহত সেনাদের উদ্ধারে ঘটনাস্থলে গেলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

আরোহীদের কেউ বেঁচে আছেন কিনা এ বিষয়ে কিছু জানাননি তিনি। ওই এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করছে নাইজেরিয়ার বাহিনী। সামরিক বাহিনীর দুটি সূত্র জানিয়েছে, আমরা ২৩ জন সেনা হারিয়েছি। তিনজন কর্মকর্তাও রয়েছেন। মধ্যাঞ্চলে জুংগেরু-তেগিনা মহাসড়কে সন্ত্রাসীদের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ে হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় হামলাকারীরাও ‘ব্যাপক ক্ষয়ক্ষতির’ শিকার হয়েছে। সূত্র বলেছে, বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ১১ জনের মরদেহসহ আহত ৭ জনকে নিয়ে আসা হচ্ছিল। একপর্যায়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হামলাকারীদের ছোড়া গুলিতে ভূপাতিত হয়।

সূত্র: রয়টার্স