গ্যাবনে অভ্যুত্থান

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জেনারেল এনগুয়েমা, সদস্যপদ স্থগিত করলো এইউ

আফ্রিকার রাজনৈতিক অস্থিরতা বাড়ছেই। পশ্চিমে নাইজারে সেনা অভ্যুত্থানের পর এবার মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে অভ্যুত্থান ঘটিয়েছেন দেশটির জেনারেল ব্রিস ওলিগুই এনগুয়েমা। গ্যাবনের ৫৫ বছরের বঙ্গো রাজবংশকে উৎখাত করা জেনারেল ব্রিস এবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছে সেনাবাহিনী।

রাষ্ট্রীয় টেলিভিশনে বৃহস্পতিবার নতুন সরকারের মুখপাত্র কর্নেল উলরিচ মানফৌম্বি মানফোম্বি বলেন, ‘দেশে এবং বিদেশে সব প্রতিশ্রুতিকে সম্মান করবে সামরিক বাহিনী। সোমবার সাংবিধানিক আদালতে জেনারেল ব্রিস ওলিগুই এনগুয়েমার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।’

 

 

এদিকে আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তি ও নিরাপত্তা পরিষদ এই অভ্যুত্থানের তীব্র নিন্দা জানাচ্ছে। তারা বলেছে, গ্যাবনে সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে সম্পর্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী করণীয় নির্ধারণে এইউ রাষ্ট্রপ্রধানরা শিগগিরই আলোচনায় বসবে।     

সাবেক ফরাসি উপনিবেশ গ্যাবন আফ্রিকার অন্যতম প্রধান তেল উৎপাদনকারী। বোঙ্গোর উৎখাত মধ্য আফ্রিকার রাজ্যে তার পরিবারের ৫৫ বছরের ক্ষমতার অবসান ঘটেছে।

 

 

বঙ্গো পরিবারের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে তীব্র অসন্তোষ বিরাজ করছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো একাধিক বিষয় নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ রয়েছে এই রাজপরিবারের বিরুদ্ধে।

বুধবার ভোররাতে সেনা কর্মকর্তারা টিভিতে উপস্থিত হয়ে ক্ষমতা গ্রহণ করার ঘোষণা দেন। তারা বলেছিলেন, শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল করা হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড