নাইজেরিয়ায় নামাজের সময় গুলিতে নিহত ৭

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি বন্দুক হামলার ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। কাদুনা রাজ্যের ইকারা জেলার দুটি মসজিদে শুক্রবার সন্ধ্যায় এ হামলা হয়।  

কাদুনা রাজ্য পুলিশের মুখপাত্র মানসির হাসান বলেন, ‘সায়া-সায়া সম্প্রদায়ের লোকজন নামাজ আদায় করছিলেন। অপরাধী চক্রের সন্দেহভাজনরা তাদের ওপর গুলি চালায়। এতে ছয়জন নিহত হয়।’

তিনি বলেন, ‘শুক্রবার রাত ৮টার দিকে আমরা সায়া-সায়া গ্রাম থেকে জানতে পারি যে একটি মসজিদে নামাজের সময় হামলা হয়। ৯টি মোটরসাইকেলে করে হামলাকারীরা এসেছিল। ধারণা করছি তারা ডাকাত।’

বন্দুকধারীরা এরপর পাশের তাশার দাউদা গ্রামে চলে যায়। সেখানে তারা আরেকটি মসজিদে হামলা চালিয়ে একজনকে হত্যা করে। এ সময় আহত হন তিনজন।

কাদুনা উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ার বেশ কয়েকটি রাজ্যের একটি। রাজ্যটি প্রায়ই বন্দুকধারীদের হামলার শিকার হয়। তারা বাসিন্দাদের হত্যা করার পাশাপাশি অপহরণ ও লুটপাট চালায়। চলে যাওয়ার আগে বাসিন্দাদের বাড়িঘর পুড়িয়ে দেয় তারা।

সূত্র: দ্য গার্ডিয়ান