বোমা বিস্ফোরণে কাঁপলো সোমালিয়ার নিরাপত্তা চৌকি, সেনাসহ নিহত ১০

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় আবাসিক এলাকার একটি নিরাপত্তা চৌকিতে ট্রাকে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হন আরও ২০ জন। শনিবার ২৩ (সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের একজন কর্মকর্তা।

শনিবার ঘটনাটি ঘটে মধ্য সোমালিয়া শহরের বেলেদউইনে। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপে কেউ আটকে আছেন কিনা, তল্লাশি চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা।

এ ঘটনায় পুলিশ কর্মকর্তা আহমেদ আদেন রয়টার্সকে বলেছেন, ‘আমি এখন পর্যন্ত সেনা ও সাধারণ মানুষসহ ১০ জন নিহত হতে দেখেছি। আহতও হয়েছে অনেকে। নিহতের সংখ্যা বাড়ছে।’

বোমা হামলায় নিরাপত্তা চৌকি ও আশপাশের দোকানপাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানান তিনি।

হামলায় এখনও কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, জঙ্গিগোষ্ঠী আইএস অথবা আল শাবাব ঘটিয়ে থাকতে পারে। এই দুটি সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে সোমালিয়ায়। সূত্র: আল জাজিরা