জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ নাইজার জান্তার

জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ করেছেন নাইজারে অভ্যুত্থানকারী সামরিক নেতারা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্দেশে তারা বলেছেন, এর মধ্য দিয়ে আমাদের সমস্যা সমাধানের ইস্যুটি খাটো করে দেখা হয়েছে।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বিজ্ঞপ্তিতে সামরিক বাহিনী জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে নাইজারের অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে।

তাদের অভিযোগ, জাতিসংঘের প্রধান বিশ্বাসঘাতকের মতো কাজ করেছেন। এতে নাইজারে চলমান সমস্যা নিরসনের সম্ভাবনাকে আরও পেছনে ঠেলে দেওয়া হয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নিয়ামির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে জাতিসংঘ বরাবর আবেদনও করা হয়েছিল। এ প্রসঙ্গে গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। নাইজার থেকে কোনও প্রতিনিধিকে বক্তার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড