সোমালিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ৩০

Al-Shabab attack in Somaliaসোমালিয়ায় জঙ্গি সংগঠন আল শাবাবের জোড়া বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬১ জন। এর মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। রবিবার বেই প্রদেশের বাইদাও এলাকার একটি ব্যস্ত জংশন এবং সংলগ্ন একটি রেস্টুরেন্টে এ বোমা হামলা চালানো হয়।
সোমালিয়ার পুলিশের পক্ষ থেকে হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে আল শাবাব।
আল শাবাবের সামরিক শাখার মুখপাত্র শেখ আবদাইসিস আবু মুসাব বলেন, ‘আমরা সরকারি কর্মকর্তা এবং বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছি।’
বেই প্রদেশের গভর্নর আব্দরাশিদ আব্দুলাহি জানান, হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
বাইদাও শহরটি রাজধানী মোগাদিসু থেকে ১৫২ মাইল দূরত্বে অবস্থিত। স্থানীয় পুলিশ কর্মকর্তা বাইলো নূর বলেন, রেস্টুরেন্ট ও জংশনটি তখন খুবই ব্যস্ত ছিল।
পুলিশ জানায়, জংশনে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। আর রেস্টুরেন্টের কাছে বিস্ফোরিত দ্বিতীয় বোমাটি সম্ভবত পেতে রাখা হয়েছিল কিংবা সেটিও আত্মঘাতী হামলা হতে পারে। সূত্র: আল জাজিরা।
/এমপি/