সামরিক ব্যারাকে হামলার পর সিয়েরা লিওনে কারফিউ জারি

সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে একটি সামরিক ব্যারাক ও অস্ত্রাগারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলার পর  কারফিউ জারি করেছে দেশটি সরকার। রবিবার এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে নিরাপত্তা বাহিনী। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

তথ্যমন্ত্রী চেরনর বাহ এক বিবৃতিতে বলেছেন, রবিবার ভোরে অজ্ঞাত ব্যক্তিরা উইলবারফোর্স ব্যারাকের অস্ত্রাগারে প্রবেশের চেষ্টা করে। তাদের প্রতিহত করা হয়েছে।

তিনি আরও বলেছেন, তাৎক্ষণিকভাবে দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। জনগণকে ঘরের ভেতরে অবস্থানের আহ্বান জানানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বিয়ো বলেছেন, সামরিক অস্ত্রাগারে অজ্ঞাত ব্যক্তিদের হামলায় নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিক বলেছেন, ব্যারাকের কাছে ফ্রিটাউনের ফাঁকা সড়কে রবিবার গোলাগুলির শব্দ শোনা গেছে।

২০২০ সাল থেকে  পশ্চিম ও মধ্য আফ্রিকায় আটটি সামরিক অভ্যুত্থান হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশটিতে জুন মাসে বিতর্কিত নির্বাচনে জয়ী হয়েছেন জুলিয়াস মাদা বিয়ো। প্রধান বিরোধী প্রার্থী নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন।

আগস্টে সরকারবিরোধী বিক্ষোভে ছয় পুলিশ কর্মকর্তা ও ২১ বেসামরিকের মৃত্যু হয়েছে। প্রেসিডেন্টের দাবি, তাকে উৎখাতের জন্য এই বিক্ষোভ করা হয়েছে।