দক্ষিণ আফ্রিকায় প্লাটিনাম খনিতে লিফট দুর্ঘটনায় নিহত ২০

দক্ষিণ আফ্রিকার একটি প্লাটিনাম খনিতে লিফট দুর্ঘটনায় এতে ১১ জন নিহত এবং আরও ৭৫ জন আহত হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উত্তরাঞ্চলীয় রাস্টেনবার্গ শহরের একটি খনিতে এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার খনি অপারেটরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়, ইমপালা প্ল্যাটিনাম হোল্ডিংস (ইমপ্ল্যাটস)-এর একটি খনিতে ওইদিন শ্রমিকদের বহনকারী একটি লিফট ছিঁড়ে প্রায় ২০০ মিটার নিচে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এক বিবৃতিতে ইমপালা প্ল্যাটিনাম হোল্ডিংস (ইমপ্ল্যাটস)—এর সিইও নিকো মুলার বলেন, এটি ‘ইমপ্ল্যাটসের ইতিহাসে সবচেয়ে কালো দিন।’

বিবৃতিতে আরও বলা হয়, ঠিক কী কারণে লিফ্টটি ছিড়ে গেছে তা জানা যায়নি। তবে এ বিষয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

ইমপ্ল্যাটসের মুখপাত্র জোহান থেরন বলেন, নিহত বা আহত ৮৬ জন খনি শ্রমিকের সবাই লিফটে ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিশ্বের বৃহত্তম প্লাটিনাম উৎপাদনকারী দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটিতে খনি দুর্ঘটনা এটিই প্রথম নয়। এর আগে, ২০২২ সালে দেশটিতে একাধিক খনির দুর্ঘটনায় মোট ৪৯ জন নিহত হয়।