‘চীনের মতো হোন, দেশের সমালোচনা করা থেকে বিরত থাকুন’

নিজ দেশকে নিয়ে সমালোচনা করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। মঙ্গলবার (২৮ নভেম্বর) দেশটির ডারবানে অনুষ্ঠিত একটি সম্মেলনে দেশবাসীর উদ্দেশে রামাফোসা বলেন, ‘চীনের মতো হোন, দেশের সমালোচনা করা থেকে বিরত থাকুন’। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সম্মেলনে রামাফোসা নিজ সরকারের ভাবমূর্তি বজায় রাখার বিষয়ে দক্ষিণ আফ্রিকার জনগণকে চীনা জনগণের কাছ থেকে দুয়েকটি বিষয় শেখার পরামর্শ দিয়েছেন।

রামাফোসা বলেন, ‘প্রত্যেক নাগরিককে অবশ্যই একজন দূত হতে হবে। আমাদের অবশ্যই চীনের মতো হতে হবে। চীনে প্রায় সবাই একজন দূত—প্রতিটি চীনা নাগরিক তার দেশের জন্য দূতের মতো কাজ করে, তারা কখনও নিজ দেশের সমালোচনা করে না। আপনারাও নিজ দেশের সমালোচনা করবেন না।’

অধিকার গ্রুপগুলোর মতে, চীন একটি একদলীয় রাষ্ট্র যেখানে সরকারের সমালোচনাকারীদের নির্বিচারে গ্রেপ্তার এবং আটক করা হয়। চীনের সঙ্গে শক্তিশালী ব্যবসায়িক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে দক্ষিণ আফ্রিকার।

দক্ষিণ আফ্রিকা একটি বহুদলীয় গণতান্ত্রিক দেশ। ১৯৯৪ সালে বর্ণবাদের অবসান হওয়ার পর থেকে আফ্রিকান জাতীয় কংগ্রেস দেশটিকে শাসন করছে।