বুরকিনা ফাসোতে ১৭০ জনের মৃত্যুদণ্ড

দক্ষিণ বুরকিনা ফাসোর গ্রামে হামলার অভিযোগে অন্তত ১৭০ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনটি গ্রামে হামলা করার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে রবিবার (৩ মার্চ) জানিয়েছেন প্রসিকিউটর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রসিকিউটর এক বিবৃতিতে বলেছেন, ইয়াতেঙ্গা প্রদেশের কমসিলগা, নোদিন ও সোরো গ্রামে হামলা চালায় দুর্বৃত্তরা। সেই হামলার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আল কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে লড়াই করছে পশ্চিম আফ্রিকার সাহেল জাতি। বুরকিনা ফাসোর প্রায় অর্ধেক অঞ্চল সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। সেসব স্থানে বছরের পর বছর ধরে সশস্ত্র পক্ষগুলো সক্রিয়।

শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একটি অংশের এই অস্থিতিশীল পরিস্থিতি পুরো দেশটির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

এমন পরিস্থিতিতে ২০২২ সালে দেশটিতে দুইবার সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনী অস্থিতিশীল এলাকাগুলোয় শান্তি ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাচ্ছে।

তবে সেনা সরকার শক্তি-সামর্থ্যের ঘাটতি এবং মালি ও নাইজারের সঙ্গে অরক্ষিত সীমান্তের কারণে এ পরিস্থিতির নাগাল টানতে পারছে না।