নাইজেরিয়ায় ২৮৭ স্কুলশিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্কুলে হামলা চালিয়ে কমপক্ষে ২৮৭ শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। বৃহস্পতিবার (৭ মার্চ) অপহরণের এ ঘটনা ঘটে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।   

কাদুনা গভর্নর উবা সানি স্কুলের প্রধান শিক্ষক সানি আবদুল্লাহি জানিয়েছেন,এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পশ্চিম আফ্রিকার দেশটিতে দ্বিতীয় গণ অপহরণের ঘটনা এটি।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে স্কুলে যখন ক্লাস শুরু হবে, সেই সময় কাদুনা রাজ্যের কুরিগা শহরের সরকারি স্কুলটি ঘিরে ফেলে বন্দুকধারীরা।

প্রথমে ধারণা করা হয়েছিল, বন্দুকধারীরা শতাধিক শিক্ষার্থীকে জিম্মি করেছে। কিন্তু পরে দেখা যায়, অন্তত ২৮৭ শিক্ষার্থী নিখোঁজ বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।

রাজধানী থেকে ৫৫ মাইল দূরের শহরের গভর্ণর জানান, প্রতিটি শিশুর ফিরে আসার বিষয়ে নিরাপত্তা সংস্থার সঙ্গে কাজ করছেন তারা।

উত্তর-পূর্বাঞ্চলে নারী ও শিশুসহ দুই শতাধিক মানুষকে অপহরণের কয়েকদিন পরই  আবারও এ ঘটনা ঘটলো। বৃহস্পতিবারের এ হামলার দায় স্বীকার করেনি কোনও সশস্ত্র গোষ্ঠী।

সংঘাত-কবলিত উত্তরাঞ্চলে নারী,শিশু ও শিক্ষার্থীরা প্রায়ই ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠীর হাতে গণ অপহরণের শিকার হয়। মুক্তিপণের বিনিময়ে অনেককে ছেড়েও দেয়া হয়। ২০১৪ সালে চিবুক গ্রামে দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণের পর থেকেই, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।

সহিংসতা বন্ধের প্রতিশ্রুতি দিয়ে গত বছর নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন বোলা টিনু। তবে নিরাপত্তা ব্যবস্থার এখনও তেমন কোন উন্নতি হয়নি বলে জানিয়েছেন বিশ্লেষকরা।