সোমালিয়ায় বন্দুকযুদ্ধে ২১ আল-শাবাব জঙ্গি নিহত

কেনিয়ার সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২১ আল-শাবাব জঙ্গি নিহত হয়েছে। রবিবার কেনিয়ার সেনাবাহিনী এ দাবি করে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ কথা জানা গেছে।
কেনিয়ার সামরিক মুখপাত্র ডেবিড ওবোনিয়া বলেন, ‘শনিবার বিকেলে সোমালিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত অ্যাফমাধউয়ে জঙ্গিদের এক আকস্মিক হামলায় কেনিয়ার দুই সৈন্যও নিহত ও অপর ৫ জন আহত হয়েছে’।
ওবোনিয়া বলেন, ‘উভয়পক্ষের মধ্যে এই বন্দুকযুদ্ধে ২১ আল-শাবাব জঙ্গি নিহত হয়েছে।’
তিনি উভয় পক্ষের মধ্যে ‘তুমুল লড়াই’ হয়েছে বলে উল্লেখ করেছেন।
এর আগে কেনিয়ার সেনাবাহিনী গত সপ্তাহে আফমাধউয়ের একটি সামরিক শিবিরে হামলা ব্যর্থ করেছে। এ সময় বন্দুকযুদ্ধে আরও ১৯ জঙ্গি নিহত হয়। সূত্র: রয়টার্স।

/এএ/