এক অভিযানে ২২ জনকে হত্যা করেছে মেক্সিকো পুলিশ

মেক্সিকোর জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, দেশটির ফেডারেল পুলিশ গত বছর পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশেয়াকানের একটি খামারে অভিযানে ২২ জনকে হত্যা করেছে। কমিশন সংঘর্ষের ঘটনাটি তদন্তের পর এ তথ্য জানিয়েছে।

২০১৫ সালের মে মাসে তানহুয়াতো শহরের একটি খামারে এই সংঘর্ষ ঘটে। ভয়াবহ ওই সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা ও মাদক চক্রের মোট ৪২ জন সন্দেহভাজন সদস্য প্রাণ হারিয়েছে।

মেক্সিকোর সরকার এই ঘটনায় কোনও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি বলে দাবি করে আসছিল। পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন, ওই ঘটনায় নিহতদের সবাই একটি মাদক চক্রের সদস্য।

তদন্তের পর মানবাধিকার কমিশন জানায়, ওই ঘটনায় ৪০ জন গুলিতে, একজন আগুন পুড়ে ও আরেকজন গাড়ির চাপায় মারা যান।

কমিশন আরও জানায়, পুলিশ অন্তত দুজনকে নির্যাতন করে এবং কয়েকটি মৃতদেহ অন্য স্থান থেকে ওই খামারে এনে সেগুলোর হাতে আগ্নেয়াস্ত্র ধরিয়ে দেয়। সূত্র: বিবিসি।

/এএ/