বলিভিয়ায় আন্দোলনরত খনি শ্রমিকদের বিরুদ্ধে পিটিয়ে মন্ত্রীকে হত্যার অভিযোগ

বলিভিয়ায় ধর্মঘটরত ও প্রতিবাদী খনি শ্রমিকরা দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে অপহরণের পর হত্যার দাবি করেছে বলিভিয়ান সরকার। রোদোলফো ইলানেস ও দেহরক্ষীদের বৃহস্পতিবার অপহরণ করা হয়েছিল। কর্মকর্তারা জানান, লা পাজের দক্ষিণে পান্ডুরো শহরে সড়ক পথে মন্ত্রীর গাড়ি থামিয়ে তাকে অপহরণ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো জানান, সবকিছু পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে, ইলানেসকে ‘নৃশংস ও কাপুরুষোচিত’ আক্রমণে হত্যা করা হয়েছে।

স্থানীয় লা রাজন পত্রিকা প্রতিরক্ষামন্ত্রী রেইমি ফেরেইরাকে উদ্বৃত করে জানিয়েছে, ইলানেসকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে পিটিয়ে হত্যা করা হয়। পিটিয়ে হত্যার সময় পুলিশ বা কর্তৃপক্ষের কেউ সেখানে উপস্থিত ছিলেন না। এ ঘটনায় জড়িত সন্দেহে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই খনি শ্রমিকও নিহত হয়েছেন।

মঙ্গলবার থেকে খনি শ্রমিকরা পান্ডুরো মহাসড়ক অবরোধ করে আসছে।

এক সময় প্রেসিডেন্ট মোরালেজের অন্যতম সমর্থক দ্য ন্যাশনাল ফেডারেশন অব মাইনিং কো-অপারেটিভস অব বলিভিয়া সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিয়েছে।

খনি শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে, শ্রমিকদের আরও সুযোগ বৃদ্ধি, বেসরকারি কোম্পানিতে কাজের সুযোগ ও বড় ধরনের ইউনিয়ন করার অধিকার।

অপহৃত থাকা অবস্থায় বলিভিয়ান রেডিওকে তিনি জানান, অপহরণকারীরা তার মুক্তির জন্য একটি শর্ত দিয়েছিল। শর্তটি ছিল সরকারকে নতুন আইন নিয়ে খনি শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসতে হবে।

উপ-মন্ত্রীর মৃত্যু দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেজ কে ‘গভীরভাবে প্রভাবিত’ করেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। সূত্র: বিবিসি।

/এএ/