কানাডায় ট্রাকচাপায় বাংলাদেশি তরুণী নিহত

কানাডায় ট্রাকচাপায় নুসরাত জাহান নামের এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছেন। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রাজধানী অটোয়ায় এ দুর্ঘটনা ঘটে। ওই তরুণীর বয়স ২৩ বছর। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিবিএস নিউজ।
নুসরাতের বাবা অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনে চাকরি করেন। তিনি সেখানে অ‌্যাকাউন্টস বিভাগে কর্মরত আছেন। বাবার চাকরির সুবাদে তিন বছর আগে পরিবারের সঙ্গে অটোয়ায় আসেন নুসরাত। সেখানে তিনি উইলিস কলেজে অ‌্যাকাউন্টিংয়ে ভর্তি হন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে বাসা থেকে সাইকেল নিয়ে বের হন নুসরাত। পথে তার বাসা থেকে দুই ব্লক দূরে নির্মাণ প্রতিষ্ঠান টমলিনসনের একটি ট্রাক তাকে চাপা দেয়।
এক বিবৃতিতে এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে ট্রাকের মালিক প্রতিষ্ঠান টমলিনসন। এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্তের উদ্যোগ ছাড়াও পুলিশের তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

নূসরাতের ভাই মো. আবদুল্লাহ আল নাসের বলেন, সে ছিল আমাদের পরিবারের সবার ছোট, সবার আদরের। সে ছিল আমাদের পৃথিবী। আমরা এখনও বিশ্বাস করতে পারছি না।

নুসরাতের মৃত্যুর খবরে বাংলাদেশ হাই কমিশনসহ কানাডার বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অটোয়ার সিটি মেয়র জিম ওয়াটসন।

নিহত নুসরাত জাহান তার প্রিয়জনদের কাছে একজন সৎ ও নিঃস্বার্থ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। নিয়মিত সবার খোঁজখবর রাখতেন। আগামী জানুয়ারিতে কার্লেটন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কথা ছিল তার।

/এমপি/