কলম্বিয়ায় গণভোটে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তিচুক্তি প্রত্যাখ্যান

nonameকলম্বিয়ার জনগণ গণভোটের মাধ্যমে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেছেন। চার বছর ধরে আলোচনার পর গত সপ্তাহে প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস ও ফার্ক নেতা টিমোলিয়ন হিমেনেজ এ শান্তিচুক্তি স্বাক্ষর করেছিলেন। তবে শান্তিচুক্তিটি বাস্তবায়নে দেশটির জনগণের সমর্থন প্রয়োজন ছিল।

রবিবার অনুষ্ঠিত গণভোটে দেশটির ৫০ দশমিক ২৪ শতাংশ মানুষ শান্তিচুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছেন। শান্তিচুক্তির পক্ষে ৪৯ দশমিক ৮ শতাংশ মানুষ ভোট দেন। পক্ষে ও বিপক্ষে ভোটের পার্থক্য ৬৩ হাজার। মোট ১ কোটি ৩০ লাখ মানুষ গণভোটে অংশ নেন।

অপ্রত্যাশিত গণভোটের এ রায়ের ফলে শান্তি প্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে পতিত হলো। শান্তিচুক্তির বিপক্ষে অবস্থানকারী সাবেক প্রেসিডেন্ট আলভারো উরাইব জানান, কলম্বিয়ানরা শান্তি চায়, কিন্তু এই চুক্তির সংশোধন প্রয়োজন।

গণভোটের এ রায় মেনে নিয়েছেন প্রেসিডেন্ট সান্তোস। তিনি জানিয়েছেন, এরপরও শান্তি অর্জনের জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাবেন।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সান্তোস জানান, চলমান অস্ত্রবিরতি অব্যাহত থাকবে। পরবর্তী পদক্ষেপের জন্য ফার্ক বিদ্রোহীদের সঙ্গে আলোচনার জন্য কিউবা যেতে মধ্যস্ততাকারীদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি হাল ছেড়ে দেব না। শেষ পর্যন্ত শান্তির জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে। কারণ আগামী প্রজন্মের জন্য একটি শান্তিময় দেশ উপহার দেওয়ার এটাই একমাত্র উপায়।’

ফার্ক নেতা টিমোলিয়নও জানিয়েছেন, যুদ্ধ বন্ধে তারা প্রতিশ্রুতিশীল।

৫২ বছর ধরে চলা সংঘর্ষ বন্ধ করে অস্ত্রবিরতির মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে রাজি হয়েছিল বিদ্রোহীরা। এ যুদ্ধে এ পর্যন্ত ২ লাখ ৬০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। সূত্র: বিবিসি।

/এএ/