তারিখ অনুসারে কাস্ত্রোর শাসনামলের গুরুত্বপূর্ণ ঘটনা

ফিদেল কাস্ত্রোকিউবার সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিস্ট বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো ৯০ বছরে মারা গেছেন। তার শাসনামল ছিলো বিশ্বজুড়ে আলোচিত ও বিভিন্ন ঘটনায় ভরপুর। নিচে কাস্ত্রোর শাসনামলের গুরত্বপূর্ণ ঘটনাগুলো তারিখ অনুসারে তুলে ধরা হলো-
১ জানুয়ারি ১৯৫৯: স্বৈরাশাসক ফুলজেনসিও বাতিস্তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ক্ষমতা দখল করেন কাস্ত্রো।
জুন ১৯৬০: সোভিয়েত রাশিয়ার তেল পরিশোধনে অস্বীকৃতি জানানোর পর কিউবা যুক্তরাষ্ট্রের মালিকানাধীন তেল শোধনাগারগুলো জাতীয়করণ করে। অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রের সব ব্যবসায়ীকে ফেরত পাঠানো হয়।
অক্টোবর ১৯৬০: ওষুধ ও খাবার ছাড়া কিউবায় সবধরনের পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।
১৬ এপ্রিল ১৯৬১: কিউবাকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন কাস্ত্রো।
১৭ এপ্রিল ১৯৬১: সিআইএ সমর্থিত কিউবার নির্বাসিতদের ক্ষমতা দখলের ব্যর্থ চেষ্টা।
৭ ফেব্রুয়ারি ১৯৬২: কিউবার সব পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা।
অক্টোবর ১৯৬২: কিউবা থেকে সোভিয়েত রাশিয়ার পারমাণবিক মিসাইল সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের চাপ। গোপন চুক্তিতে কিউবা দখল না নিতে মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির সম্মতি।
মার্চ ১৯৬৮: কাস্ত্রো সরকার সব বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করে।
এপ্রিল ১৯৮০: দেশত্যাগে ইচ্ছুক নাগরিকদের বিদেশ গমনের সুযোগ দেন কাস্ত্রো। প্রায় সোয়া লাখ মানুষ কিউবা ছাড়েন।
ডিসেম্বর ১৯৯১: সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিউবার অর্থনীতিতে ধস।
আগস্ট ১৯৯৪: কাস্ত্রো দেশত্যাগে কাউকে তিনি বাধা দেবেন না। এবারও প্রায় ৪০ হাজার মানুষ কিউবা ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
১৮ মার্চ ২০০৩: কিউবার ৭৫ জন ভিন্নমতালম্বীকে কারাদণ্ডের শাস্তি।
৩১ জুলাই ২০০৬: অসুস্থতায় অস্ত্রোপচারের ঘোষণা কাস্ত্রোর। সাময়িকভাবে ক্ষমতা ভাই রাউলের কাছে হস্তান্তর।
১৯ ফেব্রুয়ারি ২০০৮: কিউবার প্রেসিডেন্টের দায়িত্ব থেকে কাস্ত্রোর পদত্যাগ।
জুলাই ২০১০: বেশ কয়েক বছর গোপন জীবনযাপনের পর প্রকাশ্যে আসেন কাস্ত্রো। এ সময় তিনি বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন, টিভিতে সাক্ষাৎকার, শিক্ষকদের সঙ্গে কথোপকথন এবং অ্যাকুরিয়ামের ডলফিন শো দেখেন।
১৯ এপ্রিল ২০১১: কমিউনিস্ট পার্টির শীর্ষ পদ সেক্রেটারি হিসেবে কাস্ত্রোর স্থলাভিষিক্ত হন রাউল। কংগ্রেসে কিছুক্ষণের জন্য উপস্থিত ছিলেন কাস্ত্রো।
১৯ এপ্রিল ২০১৬: কমিউনিস্ট পার্টিস সপ্তম কংগ্রেসে বিদায়ী ভাষণ দেন কাস্ত্রো। ঘোষণা করেন, কিছুদিনের মধ্যেই অন্য সবার মতো মানুষ হয়ে যাবেন তিনি। বলেন, আমাদের সবারই সময় আসবে চলে যাওয়ার। কিন্তু কিউবার কমিউনিস্টদের দেখানো পথ থেকে যাবে আজীবন।
২৫ নভেম্বর ২০১৬: কাস্ত্রোর মৃত্যু।

সূত্র: এপি।

/এএ/