ট্রাম্পকে নিয়ে ক্লিনটন কন্যা চেলসির বিদ্রুপ

চেলসি ক্লিনটনগত শনিবারের ঘটনা। ফ্লোরিডায় এক র‌্যালিতে শরণার্থীদের নিয়ে মন্তব্য করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বিভ্রান্তিকর তথ্য দেন। আগের রাতে সুইডেনে সন্ত্রাসী হামলা হয়েছে উল্লেখ করেন তিনি। অথচ ওই ধরনের কোনও ঘটনাই ঘটেনি। আর আমেরিকান প্রেসিডেন্ট এমন খবরে হয়েছেন হাসির পাত্র। এবার তাকে নিয়ে উপহাস করলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়ে চেলসি ক্লিনটন।

ফ্লোরিডার ওই র‌্যালিতে এক বক্তব্যের সময় ইউরোপের শরণার্থী নিয়ে কথা বলেন ট্রাম্প, ‘আপনারা দেখুন জার্মানিতে কী হয়েছে। আরও দেখুন গত রাতে সুইডেনে কী হয়েছে- সুইডেন; কেউ এটা বিশ্বাস করতে পারে? সুইডেন তো অগণিত শরণার্থী নিয়েছিল, তাদের কিছু সমস্যা আছে যেগুলো তারা সম্ভব বলে চিন্তা করেনি। দেখুন তো ব্রাসেলসে কী হলো, সারা বিশ্বেই কী ঘটছে দেখুন।’

এমন মন্তব্যের পর সুইডেনের প্রধানমন্ত্রী কার্ল বিল্ডটের ‍বিদ্রুপাত্মক টুইট ছিল, ‘সুইডেন? সন্ত্রাসী হামলা? কী সেবন করেছেন তিনি? প্রশ্ন থাকল।’ দুইদিন পর চেলসি ক্লিনটন বিষয়টি নিয়ে হাসিঠাট্টা করলেন। টেলিভিশনের এক সাক্ষাতকারে ট্রাম্পের কাউন্সিলর কেলিয়ান কনওয়ের ‘বোউলিং গ্রিন ম্যাসাকার’ প্রবাদটি উল্লেখ করে ক্লিনটন কন্যা লিখেছেন, ‘শুক্রবার রাতে সুইডেনে কী ঘটেছিল? তারা কি বোউলিং গ্রিন ম্যাসকার অপরাধীদের ধরতে পেরেছে?’

ফক্স নিউজের এক উপস্থাপক শুক্রবার রাতে ডকুমেন্টারি পরিচালকের সঙ্গে সাক্ষাতকারে দাবি করেছিলেন, সুইডেনে অপরাধ বেড়ে যাওয়ার সঙ্গে শরণার্থীদের আশ্রয়ের সংযোগ আছে।

/এফএইচএম/