সীমান্তে ৪৪৪ মেক্সিকানকে আটক করেছে কানাডা

Captureচলতি বছর সীমান্তে প্রায় ৪৪৪ জন মেক্সিকান নাগরিকদের আটক করা হয়েছে বলে জানিয়েছে কানাডা। বছরের প্রথম ৬৭ দিনে এত মানুষকে কখনও আটক করা হয়নি। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত বছর ডিসেম্বরে মেক্সিকানদের জন্য ভিসার প্রয়োজনীয়তা তুলে নেওয়ার পর সবাই কানাডা প্রবেশের চেষ্টা করে। এরমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। আর যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি অভিবাসীই মেক্সিকান। ট্রাম্প মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল নির্মাণেরও ঘোষণা দিয়েছেন।

কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি (সিবিএসএ) জানায়, ১ জানুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ৪৪৪ জন মেক্সিকানকে আটক করা হয়েছে। 

সিবিএসএ জানায়, নিরাপত্তার জন্য হুমকি মনে হলে কিংবা তাদের পরিচয় স্পষ্ট না হলে তারা বিদেশি নাগরিককে আটক করার এখতিয়ার রাখেন।

এছাড়া বিমাবন্দর থেকে ফিরিয়ে দেওয়া মেক্সিকানদের সংখ্যাও বেড়েছে। এবার এ সংখ্যা দাঁড়িয়েছে ৩১৩ জনে।

ভিসার প্রয়োজনীয়তা তুলে নেওয়ায় কানাডায় এখন মেক্সিকানদের শুধু অনলাইনে ভ্রমণে অনুমতি প্রয়োজন হয়।

কানাডার অভিবাসন ও শরণার্থীবিষয়ক মন্ত্রী আহমেদ হুসেনের পক্ষ থেকে জানানো হয়, ‘এই মুহূর্তে কোনও নীতি তৈরি করা ঠিক হবে না। মন্ত্রণালয় বিষয়টি পর্যবেক্ষণ করছে’। সূত্র : রয়টার্স

/এমএইচ/এএ/