মরুভূমিতে ফুটলো ফুল

চিলির উত্তরাঞ্চলে অবস্থিত আটাকামা মরুভূমিকে বিশ্বের সবচেয়ে শুষ্ক স্থান হিসেবে মনে করা হয়। অথচ সেই শুষ্ক মরুভূমিতে আকস্মিক ও অবাক করা বৃষ্টির পর ফুল ফুটতে শুরু করেছে। পুরো মরুভূমি যেন পরিণত হয়েছে বাহারি রঙের ফুলের গালিচায়।

চিলিতে এই ফুলের মরুভূমি সাধারণত পাঁচ থেকে সাত বছরে একবার হয়ে থাকে। বৃষ্টির কারণে সুপ্ত বীজ ও ফুল ফুটে ওই সময়। কিন্তু এবার মাত্র দুই বছরের মাথায় ফুল ফুটেছে। সর্বশেষ ২০১৫ সালে ফুলের মরুভূমির দেখা পেয়েছিল চিলি।

বিবিসির খবরে বলা হয়েছে, ওই মরু এলাকায় দুই শতাধিক প্রজাতির উদ্ভিদ পাওয়া গেছে। এই আকস্মিক ঘটনায় চিলিতে অনেক পর্যটক আকৃষ্ট হয়েছেন। পর্যটন কর্মকর্তাদের আশা, আগামী সপ্তাহগুলোতে আরও বেশ কয়েকটি প্রজাতির ফুল ফুটবে।

বাহারি মরুভূমি দেখতে চিলিয়ানসহ বিশ্বের বিভিন্ন স্থানের পর্যটকরা ভিড় জমান

বাহারি মরুভূমি দেখতে চিলিয়ানসহ বিশ্বের বিভিন্ন স্থানের পর্যটকরা ভিড় জমান

দূর থেকে দেখলে মনে হয় যেন তুষারপাত হচ্ছে

দূর থেকে দেখলে মনে হয় যেন তুষারপাত হচ্ছে

...হলুদ

হলুদ হয়ে ওঠা মরুভূমি

কিছু এলাকা হয়ে যায় বেগুনি

কিছু এলাকা হয়ে যায় বেগুনি

অনেক সময় সাদা রঙেও সাজে মরুভূমি

অনেক সময় সাদা রঙেও সাজে মরুভূমি

সাধারণ অবস্থায় এই রকম থাকে মরুভূমিটি

সাধারণ অবস্থায় এই রকম থাকে মরুভূমিটি