টরেন্টোর হামলায় নিহত ১০, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ শুরু

কানাডার টরেন্টোয় পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশজনে। এই হামলায় আরও ১৫ জন আহত হয়েছেন। হামলার ঘটনায় দেশটির পুলিশ এক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে। আলেক মিনাসিয়ান নামের ২৫ বছরের ওই যুবককে কর্তৃপক্ষ আগে থেকে চিনত না বলে জানিয়েছে পুলিশ।

_101009182_046375875

এক পুলিশ কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, হামলাটি ইচ্ছাকৃত মনে হচ্ছে কিন্তু এখনও মোটিভ জানা যায়নি।

সন্দেহভাজন ব্যক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ। তারা বলছে, আলেক মিনাসিয়ান টরেন্টোর উত্তরাঞ্চলে রিচমন্ড হিল এলাকার বাসিন্দা।

টরেন্টো পুলিশ প্রধান মার্ক সাউন্ডার্স এক সংবাদ সম্মেলনে জানান, কর্তৃপক্ষ আগে থেকে আলেককে চিনত না। হামলাটি সন্ত্রাসবাদ কিনা তা বলার সময় এখনও হয়নি। তিনি বলেন, আমরা কিছুই বাদ দিচ্ছি না। আমাদের হাতের কাছে যা তা অনুসরণ করে আমরা তদন্ত এগিয়ে নিচ্ছি।

একই মত জানিয়েছেন দেশটির জননিরাপত্তামন্ত্রী রাফ গোদাল। তিনি বলেন, হয়ত এটার সঙ্গে জাতীয় নিরাপত্তার কোনও সংযোগ নেই।

কানাডার টেলিভিশন চ্যানেল সিবিসি সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, আলেক কোনও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত না।